যেভাবে সেবাঘর Apps টি ব্যাবহার করে ডাক্তারের এপয়েন্টমেন্ট নিবেন

1. ঝামেলা ছাড়াই সেবাঘর অ্যাপ এ মিলছে অনলাইনে ডাক্তারের ভিডিও পরামর্শ, ই-প্রেসক্রিপশন ও জরুরী স্বাস্থ্য পরামর্শ।  
 
2. আপনার স্মার্টফোনে সেবাঘর অ্যাপটি ইন্সটল করে নিন খুব সহজে। আর সরাসরি ডাক্তারের সাথে কথা বলুন ভিডিও কলে।
 
3. সেবাঘর অ্যাপ থেকে সহজে ডাক্তারের সিরিয়াল নিতে সেবাঘর অ্যাপটি চালু করে হোমপেইজের ডাক্তার অপশনে ক্লিক করুন।
 
4. যে সমস্যার জন্য বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন সেই ক্যাটাগরি ক্লিক করুন।
 
5. এবার পছন্দের ডাক্তারের উপর ক্লিক করুন
 
6. আপনার অ্যাপয়েন্টমেন্ট বুক করুন’ বাটনে ক্লিক করুন
 
7. এবার চেম্বার নির্বাচন করুন, প্যাশেন্ট টাইপ নির্বাচন করুন, যে তারিখে দেখাবেন নির্বাচন করুন, এবং কোন সময়ে ডাক্তারের দেখাবেন সেটা নির্বাচন করুন, আপনার সমস্যা লিখে অ্যাপয়েন্টমেন্ট সাবমিট করুন।


8. ডাক্তারের ফি নির্ধারিত থাকলে ফি প্রদান পেজে নিয়ে যাবে এবং কিভাবে ফি পরিশোধ করবেন সেটা নির্বাচন করে ফি পরিশোধ করলে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত হয়ে যাবে।
 
9. খুব সহজে হয়ে গেল ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট!