 
                                | Day | Venue | Time | 
|---|
                                                        রোগের চিকিতসার ক্ষেত্রে সবচেয়ে যেটা জরুরী তা হলো চিকিৎসক ও রোগীর মধ্যে একটা আত্নিক সম্পর্ক এবং পারস্পরিক বিশ্বাস। আমি যখন কোন রোগীর চিকিৎসা করি তখন নিজেকে রোগীর অবস্থানে কল্পনা করতে চেষ্টা করি।অনুভব করার চেষ্টা করি তার কষ্ট/অসুবিধাগুলোকে।
পৃথিবীর প্রত্যেকটা মানুষ যেমন ভিন্ন ভিন্ন, প্রত্যেকটা রোগীও তেমনি ভিন্ন। কেউ কেউ বেশ ভালোভাবে তার সমস্যাগুলোকে উপস্থাপন করতে পারলেও বেশিরভাগ রোগী ঠিক মতো চিকিৎসককে বুঝিয়ে উঠতে পারেনা। তাই একজন রোগীকে তার অবস্থান থেকে বুঝার ক্ষমতাই  একজন চিকিতসককে অসাধারন করে তুলে। আমি সবচেয়ে গুরুত্ব দেই এখানেই - রোগীকে বুঝা ও তার রোগকে বুঝা এবং সেই অনুযায়ী তাকে ব্যবস্থাপত্রের মাধ্যমে কষ্ট/অসুবিধা লাঘব করা।                                                     
                                                        এমবিবিএস (ঢাকা)
বিসিএস( স্বাস্থ্য)
সিসিডি (ডায়বেটিস)
এমডি( ডক্টর অব মেডিসিন- বক্ষব্যাধী) রেসিডেন্ট।
পিজিটি (মেডিসিন)
কোভিড ১৯ চিকিতসায় উচ্চতর প্রশিক্ষনপ্রাপ্ত                                                     
১০ বছর