চুল আমাদের শরীরের গুরুত্বপূর্ণ একটি অংশ।এটি যেমন শরীরকে পরিবেশের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করে তেমনি সৌন্দর্যবর্ধনেও এর জুড়ি মেলা ভার।তাইতো কবি জীবনানন্দ নাটোরের বনলতাকে নিয়ে লিখেছিলেন-
"চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা,
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য;
অতিদূর সমুদ্রের’পর
হাল ভেঙে যে নাবিক হারায়েছে দিশা"
চুল পড়া কি?
চুল পড়া ভয়ঙ্কর একটি সমস্যা। প্রতিদন স্বাভাবিক ভাবে আমাদের ১০০টি চুল পড়ে । কিন্তু এর চেয়ে বেশী পড়লে তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়।মহিলা ও পুরুষ উভয়েরই চুল যখন অস্বাভাবিক ভাবে পড়ে যায় তখন তাকে চুল পড়া রোগ বলা হয়।
চুল পড়ার কারণঃ
নানাবিধ কারণে চুল পড়তে পারে যেমনঃ
- বংশগত কারণে
- রোগাক্রান্ত হলে
- পরিবেশগত কারণে
- হরমোনগত কারণে
- ঔষুধ/কেমোথেরাপির কারণে
- ধুমপান
- স্ট্রেস বা দুশ্চিন্তার কারণে
- পুষ্টিহীনতা ইত্যাদি কারণে।
চুলের রোগ নির্ণয় করবেন কিভাবে?
১) হিস্ট্রিঃ কতদিন থেকে এই সমস্যা?
২) চুল কি গোড়া থেকে ওঠে আসছে নাকি মাঝ বরাবর ভেঙ্গে যাচ্ছে?
৩)পুর্বে কোন রোগের জন্য ঔষধ সেবন করছে কিনা?
৪)মহিলাদের ক্ষেত্রে অধিক এন্ড্রোজেন যুক্ত গর্ভ নিরোধক বড়ি ব্যবহার করেন কিনা?
৫)মহিলাদের ক্ষেত্রে,মাসিক বা ঋতুস্রাব নিয়মিত কিনা?
৬)হরমোন জাতীয় কোন ঔষুধ খায় কিনা?
৭)সম্প্রতি তার বাচ্চা হয়েছে কি না( মহিলা রোগী)?
৮)মানসিক কোন দুশ্চিন্তায় ভুগছেন কিনা ?
৯)বংশে কারো এই সমস্যা আছে কিনা?
১০)দীর্ঘমেয়াদী কোন অসুখে ভুগছেন কিনা?
১১)চুলে এগ্রেসিভ কোন থেরাপি/কেমিক্যাল ব্যবহার করেছেন কিনা?
১২)যথেষ্ট পরিমাণ প্রোটিন এবং পুষ্টিকর খাবার গ্রহণ করেন কিনা?
১৩)মাথার ত্বকে কোন ঘা,প্রদাহ আছে কিনা?
১৪)চুল টানলে ওঠে যায় কিনা?
১৫)মাথার ত্বক মরা চামড়ার মত উঠে আসে কিনা?
১৬)টয়লেটের ফ্লোরে গোসলের পরে অত্যধিক চুল পড়ে থাকে কি না?
১৭)রাতে ঘুম থেকে উঠবার পরে বিছানায় বা চুল আচঁড়ানোর পরে ঘরের মেঝেতে অত্যধিক চুল পরে থেকে কিনা?
প্রথম দিকে চুল অল্প অল্প পড়লেও পরে তা মাত্রাতিরিক্ত হয়ে টাকের পর্যায়ে চলে যেতে পারে।তাই সময় থাকতে চুলের যত্ন নিন।প্রয়োজনে আপনার ডার্মাটোলজিস্টের পরামর্শ গ্রহণ করুন।
©ডা.মোঃ মুরাদ হোসেন
(ডার্মাটোলজিস্ট ও এস্থেটিক সার্জন)
চর্ম,যৌন ও এলার্জী রোগ বিশেষজ্ঞ
সরাসরি ডা.মোঃ মুরাদ হোসেন সাথে ভিডিও কলে কথা বলে পরামর্শ নিতে পারবেন সেবাঘর এর মাধ্যমে। এখনি আপনার মোবাইলে সেবাঘর অ্যাপটি ইন্সটল করে নিন আর ডাক্তারের সাথে কথা বলুন বাসায় বসে।